ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সীমিত ওভারের দুই সিরিজে বিশ্রামে ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
সীমিত ওভারের দুই সিরিজে বিশ্রামে ম্যাককালাম ব্রেন্ডন ম্যাককালাম/ছবি: সংগৃহীত

ঢাকা: এ বছরের শেষদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজ সামনে রেখে সীমিত ওভারের ক্রিকেটে বিশ্রাম নিতে পারেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তাই আগস্টে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে তার সীমিত ওভারের ক্রিকেট সফরে যাওয়াটা অনিশ্চিত।

ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

তবে, ম্যাককালামকে বিশ্রাম দেওয়া হবে কিন‍া সে ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

সদ্যই হতাশাজনক ইংল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ম্যাককালামের নেতৃত্বে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি কোনো সিরিজই জিততে পারেনি কিউইরা। তবে, সামগ্রিকভাবে কিউইদের পারফরম্যান্স খারাপ বলার উপাই নেই।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজ এবং আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার জন্য ম্যাককালাম প্রতিজ্ঞাবদ্ধ। খেলোয়াড়দের সঙ্গে বাৎসরিক চুক্তির প্রক্রিয়াটি আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত করা হবে এবং ০১ জুলাই তা প্রকাশ করা হবে।

পুরোপুরি ফিটনেস ধরে রাখার জন্যই হয়তো ম্যাককালাম বিশ্রাম নেবেন। সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে কিউই অধিনায়ক অবসর নিতে পারেন বলে ‍বেশ গুঞ্জন উঠে।

এক সাক্ষাৎকারে ম্যাককালাম বলেন, ‘দলের জন্য বর্তমান সময়টা খুবই গুরুত্বপূর্ণ। গত ১৮ মাস আমরা বেশ ভালো সময় পার করেছি। সামনে কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কিন্তু, আমাদের সবকিছু মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে। ’

এদিকে, নিউজিল্যান্ডের একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ২৬ জুন (শুক্রবার) নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন ম্যাককালাম। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটলো।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।