ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ অসাধারণ, কোন্দল নেই ভারতীয় দলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
বাংলাদেশ অসাধারণ, কোন্দল নেই ভারতীয় দলে ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে সফরে এসে মাত্র একটি ওয়ানডে জিতে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। টেস্টে ড্র করে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ এ হেরেছে মহেন্দ্র সিং ধোনির দল।

এরপরই বাতাসে গুঞ্জন উঠে ভারতীয় দলে ক্রিকেটারদের মাঝে কোন্দল দেখা দিয়েছে।

ভারতের অন্যতম সফল সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি দলের এমন বিপর্যয়ের পর টিম ইন্ডিয়ার পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি জানান, দলের ড্রেসিং রুম আগের মতো ভালো রয়েছে। সেখানে কোনো ভাঙন ধরেনি। পাশাপাশি তিনি টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন।

সিরিজ হারের পর পরই টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে ফাটলের আভাস পাওয়া যায়। অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সিদ্ধান্ত নিতে ভারতের ড্রেসিং রুম দুই গ্রুপে ভাগ হয়ে গিয়েছিল।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরে হতাশায় ভোগা ভারতীয় দল প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, আপনি ড্রেসিং রুম নিয়ে অনেক কথাই শুনতে পারবেন, যখন দলটি হেরে বসে। আমি বিশ্বাস করি টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে কোনো ফাটল ধরেনি।

বাংলাদেশের প্রশংসা করে ‘প্রিন্স অব কলকাতা’ বলেন, ভারতের সিরিজ হারাটা হতাশার। তবে, বাংলাদেশ তাদের সেরাটা দিয়ে পারফর্ম করেছে। এজন্য তাদের সাধুবাদ জানাই। হোম সিরিজে ভারতের বিপক্ষে বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছে।

তবে, সিরিজ হারের পর টিম ইন্ডিয়ার ড্রেসিং রুম কিছুটা হতাশ হলেও দলে কোনো কোন্দল নেই বলে মন্তব্য করেন গাঙ্গুলি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৬ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।