ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে লঙ্কানদের লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
পাকিস্তানের বিপক্ষে লঙ্কানদের লিড ছবি: সংগৃহীত

ঢাকা: সফরকারী পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক শ্রীলঙ্কা ১৬৬ রানের লিড নিয়েছে। প্রথম ইনিংসে পাকিস্তানের ১৩৮ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে লঙ্কানরা তুলেছে ৩০৪ রান।



প্রথম ইনিংসে মোহাম্মদ হাফিজের ৪২, আজহার আলির ২৬ রানের উপর ভর করে ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান ১৩৮ রান তোলে। লঙ্কানদের হয়ে থারিন্ডু কৌশল ৫টি আর ধামিক্কা প্রসাদ ৩টি উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ইনিংস গুড়িয়ে দেয়।

নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিক ব্যাটসম্যান কৌশল সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাটে ভর করে এক উইকেট হাতে রেখে ১৬৬ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। ওপেনার সিলভা ৮০ রান করে রানআউট হন। আর ম্যাথুজ করেন ৭৭ রান। এছাড়া কুমার সাঙ্গাকারা ৩৪ আর ধামিক্কা প্রসাদ ৩৫ রান করে বিদায় নেন।

পাকিস্তানের হয়ে ইয়াসির শাহ নিয়েছেন পাঁচ উইকেট।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ২৬ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।