ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আরও টেস্ট খেলতে চান চন্দরপল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
আরও টেস্ট খেলতে চান চন্দরপল ছবি: সংগৃহীত

ঢাকা: সাদা পোষাকের ক্রিকেট থেকে এখনই বিদায় নিতে চান না ওয়েস্ট ইন্ডিজের নির্ভরযোগ্য ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল। পাঁচ দিনের ক্রিকেটে চলতি বছরের শেষ পর্যন্ত খেলতে চান চন্দরপল।



ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারার থেকে টেস্টে মাত্র ৮৭ রান পিছিয়ে রয়েছেন চন্দরপল। সাদা পোষাকে আর ৮৭ রান করতে পারলেই ক্যারিবীয়ানদের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হবেন চন্দরপল।

নিজের ক্রিকেট ক্যারিয়ার প্রসঙ্গে চন্দরপল বলেন, অবশ্যই আমি ক্রিকেট চালিয়ে যেতে চাই। আমার ক্যারিয়ারে কি ঘটতে চলেছে তা দেখার অপেক্ষায় রয়েছি। এখনই ক্রিকেটকে বিদায় বলতে চাই না। এ বছরের শেষ পর্যন্ত টেস্ট খেলতে চাই।

১৬৪টি টেস্ট খেলা ৪০ বছর বয়সী চন্দরপল ক্যারিবীয়ানদের দ্বিতীয় ব্যাটসম্যান, যিনি এগারো হাজার রানের ক্লাবে থেকে এখনও ক্রিকেট থেকে অবসর নেননি।

ব্রায়ান লারা ১৩০টি টেস্ট থেকে করেছেন ১১,৯৫৩ রান। চন্দরপলের রান ১১,৮৬৭। এ তালিকায় ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার ১৫,৯২১ রান করে শীর্ষে রয়েছেন। চন্দরপলের উপরে রয়েছেন লারা, কুমার সাঙ্গাকারা, রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং এবং টেন্ডুলকার।

ক্যারিবীয়ানদের হয়ে ২৮০ ইনিংসে চন্দরপলের শতক রয়েছে ৩০টি আর অর্ধশতক রয়েছে ৬৬টি।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ২৬ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।