ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

এই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে দেবে: মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে দেবে: মিরাজ ছবি : সংগৃহীত

ঢাকা: পরের বছর বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তত হচ্ছে বাংলাদেশের যুবারা।

প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকার সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ টাইগার জুনিয়রদের কাছে। আর সিরিজের এই অভিজ্ঞতা গুলো টাইগারদের বিশ্বকাপে কাজে দেবে জানালেন দলটির অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

দেশের মাটিতে প্রোটিয়া যুবাদের বিপক্ষে ৬-১ এ সিরিজ জিতে নেয় টাইগার যুবারা। ফিরতি সিরিজে সাত ম্যাচ ওয়ানডে খেলতে দ. আফ্রিকায় যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল।

এবার বিদেশের মাটিতে সাফল্য কতুটুক ধরে রাখা সম্ভব হবে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, ‘অনুশীলনে যা যা করার তা আমরা করেছি। ওখানকার বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে আমরা সেভাবেই অনুশীলন করেছি। বল বাউন্স ও সুইং করে এমন একটা জায়গা নির্বাচন করে আমরা ওটার উপর প্র্যাকটিস করেছি। আশা করি, সেখানে গিয়েও ভালো করতে পারবো। ’

আগামি বিশ্বকাপের আগে এ সিরিজ কতটুকু কাজে দেবে-এমন প্রশ্নের জবাবে এই টাইগার যুবা বলেন, ‘দক্ষিণ আফ্রিকা গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন (অনূর্ধ্ব-১৯)। ওদের বিপক্ষে ভালো খেললে সেটা বিশ্বকাপেও কাজে দেবে। বড় দলের বিপক্ষে খেলতে পারলে অভিজ্ঞতা বাড়ে। তাছাড়া দেশ ও দেশের বাইরে মিলিয়ে ওদের বিপক্ষে ১৪টা ম্যাচ খেলা হবে। এতগুলো ম্যাচ খেললে আত্মবিশ্বাসও বাড়বে। ’

দ. আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সাত ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে শনিবার (২৭ জুন) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে জাপান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশের যুবারা।

সিরিজের প্রথম ওয়ানডে ৫ জুলাই ডারবানের কিংসমিডে অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকায় সিরিজের বাকি ছয়টি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭, ১০, ১২, ১৫, ১৭ ও ১৯ জুলাই।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ২৭ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।