ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দ.আফ্রিকার বিপক্ষে ভালো খেলবে টাইগাররা: সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
দ.আফ্রিকার বিপক্ষে ভালো খেলবে টাইগাররা: সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: চার পেসার নিয়ে ভারতের বিপক্ষে ওয়ানডেতে অসাধারণ খেলেছে বাংলাদেশ। এবারে টাইগারদের ঘরের মাঠে খেলতে আসছে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আসন্ন সিরিজ নিয়ে জানালেন, প্রোটিয়ারা ফেভারিট হলেও সঠিক পরিকল্পনা আমাদের ভালো খেলাতে সাহায্য করবে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১৩ উইকেট তুলে নিয়ে ভারতীয় কঠিন ব্যাটিং লাইন-আপের বারোটা বাজিয়ে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বের চমক মুস্তাফিজুর রহমান। টিম ইন্ডিয়াকে প্রায় একাই শেষ করে দিয়েছেন তরুণে এ পেসার। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের ম্যাগুলোতে দাপট দেখান মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও তাসিকন আহমেদরা।

এদিকে ভারতের বিপক্ষে পেস আক্রমণে অসাধারণ খেললেও, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সম্পূর্ণ ভিন্ন কৌশল অবলম্বন করবে বাংলাদেশ, এমনটিই জানান তিন ফরম্যাটের সেরা টাইগার অলরাউন্ডার সাকিব।

উইজডেন ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে সাকিব বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে চারজন পেসার নিয়ে আক্রমণ করেছিলাম। তবে দ. আফ্রিকার বিপক্ষে ভিন্ন কিছু হতে পারে। চার পেসার নিয়ে আমরা ভালো করেছি। কিন্তু এবারে পরিকল্পনার পরিবর্তন আসতে পারে। ’

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে বাংলাদেশ ফেভারিট কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘না, আমি এখনও মনে করি সিরিজে দ. আফ্রিকাই ফেভারিট। কারণ তাদের বোলিং আক্রমণ অনেক ভালো। তবে আমি বিশ্বাস করি সিরিজটি দারুণ প্রতিযোগিতামূলক হবে। ’

ক্রিকেটে বাংলাদেশের অসাধারণ অর্জন গুলোর মধ্যে ভারতের বিপক্ষে দারুণ সাফল্য অন্যতম। সবগুলোর মধ্যে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়টাকে কোন অবস্থানে রাখবেন, এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ভারতের বিপক্ষে সিরিজ জয় অবশ্যই সেরা জয়ের মধ্যে একটি। তবে ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপে পরের রাউন্ডে উঠতে পারাটা আমার কাছে সেরা মনে হয়েছে। এছাড়া ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের মুহূর্তগুলোকে সেরা সাফল্যের কাতারে রাখব।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এমএমএস/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।