ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

চাপের মুখে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
চাপের মুখে অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: মঈন আলীর অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে চাপের মধ্যে রেখেছে ইংল্যান্ড। কার্ডিফ টেস্টের দ্বিতীয় দিন শেষে অজিদের সংগ্রহ পাঁচ উইকেটে ২৬৪ রান।

প্রথম ইনিংসে সফরকারীরা এখনো ১৬৬ রানে পিছিয়ে।

স্কোর: ইংল্যান্ড – ৪৩০
অস্ট্রেলিয়া  ২৬৪/৫

প্রথম দিনের করা সাত উইকেটে ৩৪৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। অষ্টম উইকেটে স্টুয়ার্ট ব্রডের সঙ্গে ৫২ রানের মূল্যবান পার্টনারশিপ গড়েন মঈন (৭৭)। শেষদিকে এই বাঁহাতি ব্যাটসম্যানের ওপর ভর করেই স্কোর বোর্ডে সবকটি উইকেট হারিয়ে ৪৩০ রান তোলে ইংলিশরা। এর আগে প্রথম দিনে দলের হয়ে ১৩৪ রানের অসাধারণ ইনিংস খেলেন জো রুট।

অজিদের হয়ে মিচেল স্টার্ক একাই পাঁচটি উইকেট দখল করেন। জস হ্যাজেলউড তিনটি ও নাথান লিওন দুটি উইকেট নেন।

পরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো সূচনা এনে দেন ক্রিস রজার্স ও ডেভিড ওয়ার্নার। দলীয় ৫২ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন ওয়ার্নার (১৭)।   এরপর দ্বিতীয় উইকেট জুটিতে রজার্স ও স্টিভেন স্মিথ ৭৭ রান যোগ করেন।

স্মিথকে অ্যালিস্টার কুকের তালুবন্দি করে ব্রেক-থ্রু এনে দেন অফস্পিনার মঈন। দলীয় ১৮০ রানে সেঞ্চুরি থেকে মাত্র পাঁচ রান দূরে থাকতে আউট হন রজার্স। ২৭ রান যোগ হতেই অজি অধিনায়ক মাইকেল ক্লার্ককে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মঈন।

আর দিনের খেলা শেষ হওয়ার ১৬ বল বাকি থাকতে সাজঘরে ফেরেন অ্যাডাম ভোজেস (৩১)। শেন ওয়াটসন ২৯ ও লিওন ৬ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন।

ইংলিশদের হয়ে মঈন দুটি ও জেমস অ্যান্ডারসন, মার্ক উড, বেন স্টোকস একটি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, ১০ জুলাই, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।