ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হেরেও সিরিজে টাইগার যুবাদের লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
হেরেও সিরিজে টাইগার যুবাদের লিড ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে সাত উইকেটে হারিয়ে সিরিজে ব্যবধান কমালো দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯। তবে প্রোটিয়া যুবারা ৭৩ বল হাতে রেখে জয় পেলেও সাত ম্যাচ সিরিজে এখনও এগিয়ে রয়েছে টাইগার যুবারা (২-১)।

বাংলাদেশের করা ১৬৫ রানের জবাবে তিন উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা।   

পিটারমারিইজবার্গে ১৬৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে লিয়াম স্মিথের অপরাজিত ৮৯ রানের ওপর ভর করেই মূলত জয় পায় প্রোটিয়ারা। এছাড়া উইয়ান মুল্ডার ৩৯ রানে অপরাজিত থাকেন।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের সর্বোচ্চ রানটি আসে এদিন অতিরিক্ত খাত থেকে (৩১)।

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ ২৯ রান করেন মোসাব্বেক হোসেন। প্রোটিয়া বোলারদের মধ্যে তিনটি উইকেট পান ডিন ফক্সক্রফ্ট।

দু’দলের মধ্যকার সিরিজের চতুর্থ ওয়ানডে ১২ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।