ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

স্পিনারদের নিয়ে কালপাগের ভাবনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
স্পিনারদের নিয়ে কালপাগের ভাবনা ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত সিরিজ শেষ হতেই ঘরের মাঠে অতিথি হয়ে আসছে দক্ষিণ আফ্রিকা। স্পিনে প্রোটিয়াদের দুর্বলতা রয়েছে এটা কারোরই অজানা নয়।

আর তাইতো স্পিন দিয়েই সফরকারীদের কাবু করবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে এমনটাই ভাবা হচ্ছে।

কী ভাবছেন বাংলাদেশ দলের স্পিন কোচ ‍রুয়ান কালপাগে? রোববার (২৮ জুন) মিরপুর একাডেমির জিমে ক্রিকেটারদের ফিটনেস অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এই শ্রীলঙ্কান কোচ।

কালপাগে জানান, ‘দক্ষিণ আফ্রিকাকে স্পিনে দুর্বল ভাবা ঠিক হবে না। কারণ তাদের অনেক খেলোয়াড় আইপিএলে খেলে। সেখানে সব দলের স্পিনার থাকে। উপমহাদেশের স্পিন খেলে তারা এখন অনেকটাই অভ্যস্ত। আমরা জানি, তারা বেশ শক্তিশালী দল। তাই তাদেরকে খাটো করে দেখার উপায় নেই। আমরা আমাদের শক্তির দিক নিয়েই চিন্তা করছি। সব দলের বিপক্ষেই আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে। আমরা সেসব নিয়েই ভাবছি। ’

বাংলাদেশের স্পিনারদের নিয়ে টাইগার স্পিন কোচ বলেন, ‘আরাফাত সানি ও নাসির হোসেন ওয়ানডেতে খুব ভালো করছে। বিশেষ কিছু বিষয় সামনে রেখে তাদেরকে অনুশীলন করাচ্ছি। দীর্ঘ মেয়াদে চিন্তা করছি আমরা। সানি ও নাসিরের সঙ্গে তাইজুল, শুভাগত, লিখনরা অনেক দিন বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেবে বলে মনে করি। স্পিনারদের নিয়ে তাই বিশেষভাবে কাজ করছি। ’

দক্ষিণ আফ্রিকা সিরিজের পরিকল্পনা নিয়ে  কালপাগে বলেন, ‘আমরা কীভাবে তাদেরকে খেলবো, টেকনিক্যালি কীভাবে তাদেরকে মোকাবেলা করবো, তা এখনই বলতে চাচ্ছি না। আপাতত প্ল্যানগুলো আমাদের মধ্যেই রাখতে চাই। বিশেষ কিছু কৌশল আছে। সেগুলোকে সামনে রেখে আমরা ইতোমধ্যেই স্পিনারদের নিয়ে অনুশীলন শুরু করেছি। ’

সফরকারী দল নিয়ে তিনি আরো যোগ করেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তারা অনেক শক্তিশালী দল। তাদের বিপক্ষে সহজেই জেতা যাবে, তা আশা করা ঠিক না। তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলে। তবে প্রোটিয়াদের ঠেকানোর জন্য আমাদেরও পরিকল্পনা আছে। তাদের বিপক্ষে কেবল স্পিন নিয়েই মাঠে নামব, বিষয়টা এ রকম নয়। আমাদের আরো পরিকল্পনা আছে। ’

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।