ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারসাম্য নিয়ে কাজ করছেন মুস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
ভারসাম্য নিয়ে কাজ করছেন মুস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প শুরু সোমবার (২৯ জুন)। তারপরও থেমে নেই অনুশীলন।

দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে রোববার (২৮ জুন) ঐচ্ছিক অনুশীলনে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, জুবায়ের হোসেন লিখন, তাইজুল ইসলাম ও শুভাগত হোম।

মিরপুর একাডেমির জিমনেসিয়ামে স্ট্রেন্থ অনুশীলন করেন ক্রিকেটাররা। এদের মধ্যে ইমরুল কায়েস শুধু নেটে ব্যাটিং করেন।  

এছাড়া ফিটনেস অনুশীলনের আগে বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান ফলো-থ্রো নিয়ে কাজ করেছেন। যার ফলে বোলিংয়ের সময় শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে পারবেন তিনি। ফিটনেস ট্রেনার জাহিদুল ইসলাম খোকনের অধীনে বালুর মধ্যে হাতে লাঠি নিয়ে মুস্তাফিজ প্রায় ৩০ মিনিট ব্যতিক্রমী এই অনুশীলন করেন।

খেলোয়াড়দের অনুশীলন দেখতে জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও এসেছিলেন। একাডেমি মাঠের শেষ প্রান্তে মুস্তাফিজের এই ব্যতিক্রমী অনুশীলন দূর থেকে দেখে কোচের চোখ আটকে যায়। পরে কাছে গিয়ে অনুশীলন দেখেন তিনি। সেই সঙ্গে নিজের স্মার্টফোনে তা ভিডিও করেন এই টাইগার কোচ।

মুস্তাফিজের অনুশীলন সম্পর্কে ফিটনেস ট্রেনার জাহিদুল ইসলাম খোকন জানান, ‘বল ডেলিভারির পর মুস্তাফিজের পায়ের স্ট্যাবিলিটি যাতে ঠিক থাকে, সেটা নিয়ে কাজ করছি। এটাকে বলে হিট স্ট্যাবিলিটি (শরীরের ভারসাম্য)। এতে করে তার ফলো-থ্রো ঠিক থাকবে। মাসেলগুলো অ্যাকটিভ থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।