ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

গেইল ঝড়ে বিধ্বস্ত সেন্ট লুসিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
গেইল ঝড়ে বিধ্বস্ত সেন্ট লুসিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে ক্রিস গেইলের ব্যাটিং তান্ডবে ১০ ওভার বাকি থাকতেই ১০ উইকেটের দাপুটে জয় পেয়েছে জ্যামাইকা তালাওয়াশ। এই বাঁহাতি বিধ্বংসী ব্যাটসম্যানের কাছে রীতিমত অসহায় আত্মসমর্পণ করে সেন্ট লুসিয়া জকস।



টস জিতে সেন্ট লুসিয়াকে ব্যাটিংয়ে পাঠায় জ্যামাইকা। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ‍মাত্র ১১৮ রান তোলে ড্যারেন স্যামির দল। সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার জনসন চার্লস।

জ্যামাইকার হয়ে কিশমার সান্তোকি ও রুস্টি থ্যারন তিনটি করে উইকেট লাভ করেন। জেরম টেইলর নেন দুই উইকেট।

সহজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে হেসেখেলেই জয় তুলে নেয় জ্যামাইকা। গ্যালারিতে দর্শকরা গেইলের ছক্কা বৃষ্টি ‍উপভোগ করেন। এ ক্যারিবীয়ান তারকা মাত্র ৩৬ বলে ৯০ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন। ছয়টি চারের পাশাপাশি ৯টি ছক্কা হাঁকান। অপর প্রান্তে ২৫ বলে ২৫ রান করে গেইলকে সঙ্গ দেন চাডউইক ওয়াল্টন।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ২৯ জুন, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।