ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজে সমতা আনল লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
সিরিজে সমতা আনল লঙ্কানরা ছবি: সংগৃহীত

ঢাকা: কলম্বো টেস্টে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-১ এ সমতায় ফিরল শ্রীলঙ্কা। এর আগে গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১০ উইকেটের দাপুটে জয় পায় মিসবাহ-হাফিজরা।



স্কোর: পাকিস্তান – ১৩৮ ও ৩২৯
শ্রীলঙ্কা – ৩১৫ ও ১৫৩/৩

সোমবার (২৯ জুন) পঞ্চম ও শেষ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। জয়ের জন্য স্বাগতিকদের লক্ষ্য ছিল মাত্র ১৫৩ রান। প্রথম টেস্টে ১০ উইকেটে হারের বদলা নেওয়ার সুযোগ ছিল লঙ্কানদের সামনে।

কিন্তু, দলীয় ৪৯ রানে পরপর দুই উইকেট হারিয়ে সেই লক্ষ্যটা ভেস্তে যায়। ওপেনার কিথুরুয়ান ভিতানাগে ৩৪ ও কুমার সাঙ্গাকারা প্রথম বলেই ‘গোল্ডেন ডাক’ নিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর ১২১ রানের মাথায় ইয়াসির শাহর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন আরেক ওপেনার দিমুথ করুণারাত্নে (৫০)।

অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ৪৩ ও লাহিরু থিরিমান্নে ২০ রানে অপরাজিত থেকে সাত উইকেটের জয় নিশ্চিত করেন।

সফরকারী পাকিস্তানের হয়ে ইয়াসির শাহ দু’টি উইকেট লাভ করেন। ভিতানাগের উইকেটটি নেন জুলফিকার বাবর।

উল্লেখ্য, পাল্লেকেলেতে ০৩ জুলাই দু’দল সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে। ১১ জুল‍াই থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।