ঢাকা: মেলবোর্নে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল (বাংলাদেশ-ভারত) ম্যাচ শেষে সাব্বির রহমানের সঙ্গে কথা বলেছিলেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মিরপুরে হোম সিরিজ শেষেও সাব্বিরের সঙ্গে কথা বলতে দেখা যায় ধোনিকে।
অবশেষ সোমবার (২৯ জুন) বাংলাদেশ দলের অনুশীলন (জিম সেশন) শেষে সেই কৌতুহল মেটালেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান।
সাব্বির বলেন, ওনার (ধোনি) সঙ্গে কথা বলাটা আমার বড় একটা অর্জন। ধোনি বলেছেন, তুমি যেমন করে খেলছ, ওভাবেই খেলবে। যাতে তুমি ম্যাচ ফিনিশ করতে পার। যে রিদমে আছ সেটাকে ধরে রাখবে, মাঠে কোনো কিছুকেই ভয় পাবে না।
ক্যারিয়ারের শুরু থেকেই অসাধারণ ক্রিকেট খেলে চলেছেন সাব্বির। ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে অল্প সময়েই অপরিহার্য ক্রিকেটার হয়ে উঠেছেন রাজশাহীর এই ক্রিকেটার। ধোনির দেওয়া এমন উৎসাহে উচ্ছ্বসিত সাব্বির বলেন, ‘দলে আমার মূল দায়িত্ব হলো ম্যাচ ফিনিশ করা। সেটা কখনো হয় কখনো হয় না। দক্ষিণ আফ্রিকা সিরিজে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। ’
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ২৯ জুন ২০১৫
এসকে/এমআর