ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

উদ্বোধনী ডে-নাইট টেস্ট নভেম্বরে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
উদ্বোধনী ডে-নাইট টেস্ট নভেম্বরে ছবি : সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার দেয়া ডে-নাইট টেস্টের প্রস্তাবে রাজি হয়েছে নিউজিল্যান্ড। ইতিহাসে প্রথমবারের মত এ ম্যাচটি আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হবে।



অ্যাডিলেড স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে উদ্বোধন করা হবে গোলাপী কোকাবুরা বল। দু’দেশের মধ্যকার সিরিজের তৃতীয় ম্যাচটি নভেম্বরের ২৭ থেকে ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ডে-নাইট টেস্টে ধারণা মূলত এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডেরে মাথা থেকে। যা তিনি গত সাত বছর থেকে চিন্তায় রেখেছেন। অজি ক্রিকেটের ব্রডকাস্টার টিভি চ্যানেল নাইনও এতে বেশ খুশি। কারণ সেখানকার প্রধান নির্বাহী জানিয়েছেন, এটি হলে টিভির রেটিং ও আয় বাড়বে।

দীর্ঘ চার বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড। তবে মাঝে আইসিসির ইভেন্টে দু’দল চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে অংশগ্রহন করেছিল।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।