ঢাকা: বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে মঙ্গলবার (৩০ জুন) বিকেল পাঁচটা ৩৫ মিনিটে ঢাকায় এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৬ ফ্লাইটে চড়ে ডি ভিলিয়ার্স-ডু প্লেসিসরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
মঙ্গলবার সকালেই প্রোটিয়াদের ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু, দুবাইয়ে ফ্লাইট মিস করায় তা আর হয়ে উঠেনি। তবে, ঠিক কি কারণে তারা ফ্লাইট মিস করেছে তা জানা যায়নি। পরে বিকেল পাঁচটা ২০ মিনিটে তাদের ঢাকার আসার সময় নির্ধারিত হয়। কিন্তু, বিকেলেও সফরকারীদের বহণকারী বিমানটি নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্বে বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে গিয়ে বিশ্রাম নেবে সফরকারী দলটি। মিরপুরে তাদের অনুশীলন শুরু হবে বুধবার থেকে।
টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরুর কারণে প্রোটিয়াদের টি-টোয়েন্টি দলটি ঢাকায় এসেছে। এরপর পর্যায়ক্রমে তাদের ওয়ানডে এবং টেস্ট দলের বাকী সদস্যরা বাংলাদেশে আসবেন।
বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ০৫ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। ০৭ জুলাই একই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
দক্ষিণ আফ্রিকা সর্বশেষ বাংলাদেশ সফর করে ২০০৮ সালে। সেবার স্বাগতিক দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলে অতিথিরা।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাইল অ্যাবট, ওয়েন পারনেল, ডেভিড উইসি, এডি লি, বিউরান হেন্ডরিকস, অ্যারণ ফাঙ্গিসো ও ক্যাবিসো রাবাদা।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ৩০ জুন, ২০১৫
এসকে/আরএম