ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বার্বাডোজে মালিকের পরিবর্তে মিসবাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
বার্বাডোজে মালিকের পরিবর্তে মিসবাহ মিসবাহ উল হক/ ছবি : সংগৃহিত

ঢাকা: মিসবাহ উল হককে দলে ভিড়িয়েছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল বার্বাডোজ ট্রাইডেন্টস। ২০১৫ আসরের বাকি ম্যাচগুলোতে মিসবাহকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জার্সি গায়ে দেখা যাবে।



শ্রীলঙ্কার বিপক্ষে এখনো পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়নি। কিন্তু, ঝুঁকি নিতে চায়নি বার্বাডোজ। তাই শোয়েব মালিকের পরিবর্তে তারা মিসবাহকে দলভুক্ত করেছে। অবশ্য, শোয়েব পাকিস্তান স্কোয়াডে আছেন মর্মে সিপিএল তাদের বিবৃতিতে জানায়।

এ মৌসুমে বার্বাডোজের হয়ে চার ম্যাচে ১২৭ রান করেছেন মালিক। ক্যারিবীয়ান ক্লাবটির হয়ে ০৩ জুলাই সেন্ট লুসিয়া জকসের বিপক্ষে তিনি এ মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামবেন।

সিপিএল’র পরিচালক টুম মুডি বলেন, ‘সিপিএলের জন্য শোয়েব চমৎকার ক্রিকেটার। তাকে হারানোটা লজ্জার শামিল। তবে সে পাকিস্তান দলে ফেরায় আমরা উচ্ছ্বসিত। জাতীয় দলের হয়ে সামনের সিরিজে তার জন্য শুভকামনা রইলো। ’

মুডি ‍উল্লেখ করেন, ‘বিশ্বের সম্মানিত ক্রিকেটারদের মধ্যে মিসবাহ অন্যতম। আমরা নিশ্চিত যে, বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে মিসবাহ চমৎকার সময় পার করবেন। ’

মিসবাহ ২০১৩ সালে সিপিএল’র প্রথম আসরে সেন্ট লুসিয়া জকসের হয়ে খেলেছেন। তার টি-টোয়েন্টি পরিসংখ্যানও দুর্দান্ত। ঘরোয়া পর্যায়ের লিগগুলোতে ১১৬ ম্যাচে ৩৬.০৯ গড়ে ২,৬৩৫ রান করেছেন। ১০টি ফিফটির পাশাপাশি একটি সেঞ্চুরিও রয়েছে।

উল্লেখ্য, ১১ জুলাই ক্রিস গেইলের জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে মিসবাহ মাঠে নামতে পারেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।