ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে অনুশীলন ম্যাচ খেললো টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
মিরপুরে অনুশীলন ম্যাচ খেললো টাইগাররা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (৩০ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ম্যাচ (টি-টোয়েন্টি) খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা। জাতীয় দল ও হাই পারফরম্যান্স স্কোয়াডের ক্রিকেটাররা মিলিত হয়ে ম্যাচটিতে অংশ নেয়।



দুই ভাগে বিভক্ত হয়ে বিসিবি লাল ও বিসিবি সবুজ দলের মধ্যকার ম্যাচটি শুরু হয় দুপুর ১টায়। বিসিবি লাল দলের হয়ে অধিনায়কত্ব করেন মাশরাফি বিন মর্তুজা। আর সবুজ দলের অধিনায়কের দায়িত্বে থাকেন সাকিব আল হাসান।

টস জয়ী বিসিবি লাল দল আগে ব্যাট করে নাসির হোসেনের ৩৪ বলে  ৫৭ ও ইমরুল কায়েসের ৩৪ রানের কল্যাণে ৯ উইকেট ১৩৭ রান সংগ্রহ করে।

সবুজ দলের হয়ে তাইজুল ইসলাম তিনটি, সাকিব দুটি, মুস্তাফিজুর রহমান ও জুবায়ের হোসেন লিখন একটি করে উইকেট নেন।

জবাবে বিসিবি সবুজ দল ব্যাটিংয়ে নেমে ১২ ওভারে দুই উইকেট হারিয়ে ১২৮ রান তোলার পর ম্যাচ অফিশিয়ালরা ১৯৬ রানের নতুন টার্গেট দেয় (অনুশীলন ম্যাচ বলে)।

নতুন টার্গেটে শেষ পর্যন্ত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৮৯ রান করে সাকিব আল হাসানের দল। তামিম ইকবাল ৫২, এনামুল হক বিজয় ৪৮ ও সাকিবের ব্যাট থেকে আসে ৪৩ রান।

লাল দলের হয়ে সাব্বির রহমান দুটি উইকেট নেন। এছাড়া শফিউল ইসলাম, সোহাগ গাজী, আরাফাত সানি ও নাসির হোসেন একটি করে উইকেট নেন।

অনুশীলন ম্যাচ বলে জয়-পরাজয় প্রাধান্য পায়নি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে ক্রিকেটারদের পরখ করে নেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নির্বাচকরাও চোখ রাখেন অনুশীলন ম্যাচের দিকে।

হাই পারফরম্যান্স স্কোয়াডে  থাকা মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল হাসান রাব্বি, মাহমুদুল হাসানদের মতো ক্রিকেটারদের খেলার সুযোগ দেয়া হয় এই ম্যাচে। এছাড়া সোহাগ গাজী, আল আমিন হোসেনরাও অংশ নেয়।

উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে বিকেলে ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আগামী ৫ ও ৭ জুন মিরপুরে প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটিতে অংশ নেবে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।