ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মেয়াদ বাড়ছে দুই নির্বাচকের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
মেয়াদ বাড়ছে দুই নির্বাচকের মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন/ ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে মেয়াদ বাড়ছে দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও মিনহাজুল আবেদিন নান্নুর। একটি সূত্রের বরাত দিয়ে জানা যায়, দক্ষতার গুনেই তাদের চুক্তির মেয়াদ বাড়াবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী বোর্ড সভায় চুক্তির সময়সীমা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি।

পূর্বের চুক্তি অনুযায়ী মঙ্গলবার (৩০ জুন) এই দুই নির্বাচকের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ২০১৪ সালের জুনে সাবেক দুই অধিনায়ক হাবিবুল বাশার ও নান্নুকে জাতীয় দলের নির্বাচক হিসেবে নিয়োগ পান। সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ থাকলেও সেটি বাড়িয়ে ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়। এবার তৃতীয় দফায় আবারও নতুন করে তাদের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বিসিবি।

বাংলাদেশের তিন সদস্যের নির্বাচক প্যানেলের প্রধান হিসেবে কাজ করছেন আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। চলতি বছরের ডিসেম্বরের ৩০ তারিখ পর্যন্ত এই পদে থাকবেন তিনি।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।