ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের ড্রেসিংরুমে এ কি কাণ্ড!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
টাইগারদের ড্রেসিংরুমে এ কি কাণ্ড! ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিরপুরে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে নেই ক্রিকেটাররা! ড্রেসিংরুমে গাদাগাদি করে দাঁড়িয়ে-বসে-শুয়ে জনাবিশেক মানুষ। কেউবা টাইগার ক্রিকেটারদের ব্যাট-প্যাড ধরে টানাটানি করছেন।

কেউ আবার সোফার উপর পা তুলে নোংরা করছেন টাইগার ক্রিকেটারদের প্রিয় এই জায়গাটি!

বৃহস্পতিবার (০২ জুলাই) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড এর বিজ্ঞাপনচিত্রে কাজ করার জন্য মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন শ’খানেক মানুষ। শুটিংয়ের শেষ পর্যায়ে একটি শট বাকি ছিল। যেখানে একটি দৃশ্য ছিল, টাইগারদের ড্রেসিংরুম থেকে ব্যাটহাতে বের হয়ে আসবেন সাকিব আল হাসান।

এই শটটি নেওয়ার জন্য বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান বিটপী’র শুটিং ইউনিট কাজের জন্য ড্রেসিংরুমের কাছে গেলেও বিসিবি’র নিরাপত্তা বিভাগের গাফিলতিতে ইউনিটের বাইরের লোকজনও ঢুকে পড়েন ড্রেসিংরুমে।

মিরপুরে দক্ষিণ আফ্রিকা দলের অনুশীলন কাভার করতে আসা ফটো সাংবাদিকরা ড্রেসিংরুমের এমন যাচ্ছেতাই চিত্রের ছবি ক্যামেরায় ধারণ করতে গেলে বাধা দেন শুটিং প্রডাকশনের এক কর্মী। ওই ফটো সাংবাদিকের সঙ্গে বাজে ব্যবহার করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন অন্য ফটো-সাংবাদিকরাও। এ সময় ফটো সাংবাদিকদের কথা কাটাকাটি হয় ওই ব্যক্তির সঙ্গে। বিসিবি’র সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ আলী এসে উল্টো সাংবাদিকদের শাসিয়ে যান!

বিজ্ঞাপনের জন্য মিরপুর স্টেডিয়ামে সকাল থেকে দুপুর একটা পর্যন্ত শুটিং ইউনিটের থাকার শর্ত থাকলেও দুপুর দেড়টার পর ফটো সাংবাদিক ও শুটিং ইউনিটের কর্মীদের মাঝে তর্ক বাঁধে। ততক্ষণে দক্ষিণ আফ্রিকা দলও আটঘাট বেধে অনুশীলনে নেমে পড়েছেন মাঠে। পরে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার এসে পরিস্থিতি সামাল দেন।

রবি’র কমার্শিয়াল ম্যানেজার মুনিম ইসলাম শুটিং ইউনিটের ওই ব্যক্তির ছবি চেয়েছেন ফটো সাংবাদিকদের কাছে। ওই ব্যক্তিকে চিহ্নিত করে বিজ্ঞাপন নির্মাতা  প্রতিষ্ঠানের কাছে কৈফিয়ত চাইবে রবি।

মিরপুরে এমন চিত্র দেখে হতাশ হয়েছেন মাঠে আসা ক্রীড়া সাংবাদিকরা। এক সিনিয়র ক্রীড়া সাংবাদিক মন্তব্য করেন, ‘বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ শেষেও দর্শকরা মাঠে ঢুকে পড়েন। এটা  নিয়ন্ত্রণে রাখা বিসিবি’র দায়িত্ব। কিন্ত তাদের সিকিউরিটি বিভাগ সেটা করতে পারছে না। এসব গাফিলতির ধারাবাহিকতায় আজকের অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। যা কারোরই কাম্য নয়। ’

শুধু শুটিং বলেই নয়, বাংলাদেশ দলের ম্যাচ শেষেও অনেকে গ্যালারি টপকে ঢুকে যান মাঠে। খেলোযাড়দের সঙ্গে মোবাইলে সেলফি তোলার চেষ্টায় থাকেন। এ সময় অপ্রস্তুত হয়ে যান ক্রিকেটাররাও। কিভাবে তারা প্রটোকল ভেঙে মাঠে ঢুকে যায়, এ প্রশ্নটি থেকেই গেল!

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ০২ জুলাই ২০১৫
এসকে/এমআর/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।