ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যারিটি ম্যাচে মাঠে নামবেন লারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
চ্যারিটি ম্যাচে মাঠে নামবেন লারা ব্রায়ান লারা / ছবি : সংগৃহীত

ঢাকা: ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চ্যারিটি ম্যাচে অংশ নেবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। প্রাইম মিনিষ্টার অব সেন্ট কিটস এবং নেভিস একাদশের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় বৃহস্পতিবার (০২ জুলাই) রাতে অনুষ্ঠিত হবে।



এ ম্যাচে উপস্থিত থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা মিডফিল্ডার ডোয়াইট ইয়র্ক। এই ক্যারিবীয়ান ফুটবলার ম্যানইউর হয়ে ১৯৯৮-৯৯ মৌসুম থেকে টানা তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতেন।

লারা ছাড়াও সাবেক তারকা ক্রিকেটাররা চ্যারিটি ম্যাচে অংশ নেবেন। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনিং ব্যাটসম্যান স্টুয়ার্ট উইলিয়ামস ও পেসার ইয়ান বিশপ রয়েছেন। বিশপ বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার হিসেবে সুপরিচিত।

অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটসম্যান ডেমিয়েন মার্টিন ও ইংলিশ পেসার ড্যারেন গফও এ ম্যাচে মাঠে নামবেন|

সিপিএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা ডেমিয়েন ও’ডোনোহো বলেন, ‘আমরা চ্যারিটি ম্যাচের জন্য কয়েকজন চমৎকার সাবেক ক্রিকেটার পাচ্ছি। আশা করছি, জাঁকজমকপূর্ণ একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখান থেকে পাওয়া অর্থ মহৎ উদ্দেশ্যে ব্যয় করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।