ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৬ জুলাই হাফিজের অগ্নিপরীক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
৬ জুলাই হাফিজের অগ্নিপরীক্ষা মোহাম্মদ হাফিজ/ ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী ০৬ জুলাই ভারতের চেন্নাইয়ে মোহাম্মদ হাফিজের অফিসিয়াল বোলিং পরীক্ষা করানো হবে। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়।



হাফিজকে বোলিং পরীক্ষার জন্য ০৪ জুলাই পর্যন্ত সময়সীমা বেধে দেয় আইসিসি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে সময় বাড়ানোর আবেদন জানায়। কারণ, ভারতের ভিসা জটিলতার সমস্যায় পড়েন হাফিজ। গতকাল (বুধবার) তিনি ভিসার অনুমোদন পান।

বোলিং পরীক্ষায় উত্তীর্ণ না হলে হাফিজকে এক বছরের জন্য বোলিং থেকে বিরত থাকতে হবে। এর আগে গত বছরের ডিসেম্বরে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে তাকে বোলিংয়ে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। পরে এ বছরের এপ্রিলে চেন্নাইয়ে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাড়পত্র পান।

গত ২১ জুন গলে প্রথম টেস্টের শেষ দিনে বল করতে গিয়ে আম্পায়ারদের সন্দেহের চোখে পড়েন হাফিজ। আইসিসির নিয়ম অনুযায়ী বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার ১৪ দিনের মধ্যে অফিসিয়ালি বোলিং পরীক্ষা করাতে হয়। তবে ফলাফল ঘোষিত না হওয়া পর্যন্ত বোলিং করতে বাধা নেই। তাই লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৪ ওভার বল করেন এই স্পিনার।

বোলিং পরীক্ষার কারণে ০৩ জুলাই পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না হাফিজ। কিন্তু, ০৬ জুলাই পর্যন্ত তিনি দলের সঙ্গে থাকবেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।