ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মোদির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন রায়না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
মোদির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন রায়না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সুরেশ রায়না। এর আগে আইপিএলের সাবেক চেয়ারম্যান লোলিত মোদির ফাঁস হওয়া মেইলে উল্লেখ করা হয়, চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা, ডোয়েইন ব্রাভো ও রায়না বাজিকরদের সঙ্গে জড়িত।



আইসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসনকে ২০১৩ সালে মোদি এই মেইলটি করেন। সেখানে উল্লেখ করা হয়, বাবা দিওয়ান নামে এক বুকি এই তিন ক্রিকেটারকে শুধুমাত্র টাকাই দেয়নি সঙ্গে ফ্ল্যাটও উপহার দিয়েছিল।

এই ব্যাপারটি এতদিন অজানা থাকলেও সম্প্রতি প্রকাশিত হলে ক্রিকেট বিশ্বে হইচই পড়ে যায়। পরে আইসিসির পক্ষ থেকে মেইল প্রাপ্তির সত্যতা নিশ্চিত করা হয়।

এক বিবৃতিতে মোদির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন রায়না। নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘মিডিয়ায় আমার বিরুদ্ধে অনেক লেখালেখি হয়েছে। আমি আইনগতভাবে তা মোকাবেলা করব। বিশ্বব্যাপী আমার সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই, আমি সব সময়ই সততার সঙ্গে ক্রিকেট খেলি। কখনোই কোনো অনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলাম না। ক্রিকেটের প্রতি আমি নিবেদিত। ’

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি অনুরাগ ঠাকুর বলেন, ‘আইসিসি নতুন কোনো তথ্য আমাদের দেয়নি। তারা যদি সৃষ্ট অভিযোগের ভিত্তিতে ক্রুটি খুঁজে পায় তাহলে অবশ্যই আমাদের জানাবে। অ‍ার অভিযোগ প্রমাণিত না হলে এ ব্যাপারটির নিষ্পত্তি ঘটবে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।