ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়া-বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ শুক্রবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
প্রোটিয়া-বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ শুক্রবার ছবি: শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গত মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ঢাকা পৌঁছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এরপর গেল দু’দিন মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের পর এবার প্রস্ততি ম্যাচ খেলতে নামছে সফরকারী দলটি।



শুক্রবার (০৩ জুলাই) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে প্রোটিয়ারা। খেলা শুরু হবে দুপুর একটায়।

প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার (০২ জুলাই) মিরপুরে অনুশীলন করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আর হাই পারফরম্যান্স স্কোয়াডের অধীনে বিকেলে ঘাম ঝরিয়েছেন বিসিবি একাদশে সুযোগ পাওয়া দুই তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত ও সৈকত আলী।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া বিসিবি একাদশের নেতৃত্ব দেবেন ইমরুল কায়েস। প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচে বিসিবি একাদশে সুযোগ পেয়েছেন আব্দুর রাজ্জাক ও আল আমিন হোসেন। এছাড়া টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে থাকা রনি তালুকদার ও সোহাগ গাজীকেও রাখা হয়েছে বিসিবি একাদশে।

সেই সঙ্গে মোসাদ্দেক হোসেন সৈকত, সৈকত আলী, মাহমুদুল হাসান, কামরুল ইসলাম রাব্বির মতো তরুণ ক্রিকেটাররা তো আছেনই।

প্রস্তুতি ম্যাচ শেষে রোববার (৫ জুলাই) মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ৭ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এরপর পর্যায়ক্রমে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যচের টেস্ট সিরিজে টাইগারদের বিপক্ষে লড়বে প্রোটিয়ারা।

প্রস্তুতি ম্যাচের দল:
বিসিবি একাদশের স্কোয়াড: ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক, রনি তালুকদার, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান, সৈকত আলী, শুভাগত হোম চৌধুরী, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, আবুল হাসান, কামরুল ইসলাম রাব্বি।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, অ্যারণ ফাঙ্গিসো, ক্যাবিসো রাবাদা, এবি ডি ভিলিয়ার্স, রিলে রুশো, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাইল অ্যাবোট, ওয়েন পারনেল, ডেভিড ওয়াইস, এডি লি, বার্ন হেনরিকস।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ০২ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।