ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ড্রোন উড়িয়ে বিপাকে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
ড্রোন উড়িয়ে বিপাকে প্রোটিয়ারা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশের আকাশসীমায় ড্রোন বা মানববিহীন উড়ন্ত যানবাহন ব্যবহার সম্পূর্ণরূপে আইনের লঙ্ঘন। কিন্তু, না জেনে এই আইন ভেঙে রীতিমত ক্ষমাপ্রার্থী বাংলাদেশ সফরে আসা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।



পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে ৩০ জুন ঢাকায় পা রাখে দক্ষিণ আফ্রিকা। পরদিন মিরপুরে অনুশীলন করার সময় উড়ন্ত ড্রোন উপস্থিত সবার চোখে পড়ে। ক্যামেরাযুক্ত ড্রোনটি প্রোটিয়ারা তাদের সঙ্গে করে নিয়ে আসে। অনুশীলনের ভিডিওসহ বিভিন্ন অ্যাঙ্গেলের ছবির জন্যই এটি ব্যবহার করেছে সফরকারীরা।

কিন্তু, এটি যে বাংলাদেশের প্রচলিত নিরাপত্তা আইনের লঙ্ঘন সেটি তাদের জানা ছিল না। তবে বিশেষ অনুমতি সাপেক্ষ এ ধরণের ড্রোন বিমান ব্যবহার করা যেতে পারে। পরে ব্যাপারটি জানতে পেরে অবশ্য ড্রোনের ব্যবহার তারা বন্ধ করে দেয়। কিন্তু, অপরাধ তো করেই ফেলেছে। তাই স্বাভাবিকভাবেই ক্ষমাও চেয়ে নিয়েছে সফরকারীরা।

এএফপি’কে পাঠানো মেইলে প্রোটিয়া দলের ম্যানেজার মোহাম্মেদ মুসাজি উল্লেখ করেন, ‘বাংলাদেশের নিরাপত্তা আইনের ব্যাপারে আমরা অবগত ছিলাম না। এ দেশের আকাশসীমায় যে ড্রোন ব্যবহার করা যাবে না তা আমরা জানতামই না। আমাদের সঙ্গে আসা টিভি ক্রু ড্রোনটি নিয়ে আসে। মূলত দলের অনুশীলনের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্যই এটি ব্যবহার করা হয়েছে। কোনো ধরনের ন্যূনতম অসুবিধার জন্য বাংলাদেশ সামরিক বাহিনীসহ সকল নিরাপত্তাবাহিনীসম‍ূহের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। ’

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।