ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আন্তর্জাতিক ম্যাচের আবহে প্রস্তুতি ম্যাচ!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
আন্তর্জাতিক ম্যাচের আবহে প্রস্তুতি ম্যাচ! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চলছে দক্ষিণ আফ্রিকা-বিসিবি একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। মাঠের উত্তেজনা ও গ্যালারি ভর্তি দর্শক দেখে বোঝার উপায় নেই এটি আসলে প্রস্তুতি ম্যাচ! বিজয়-রাজ্জাক-গাজীদের খেলা দেখতে হাজারো দর্শকে পরিপূর্ন ফতুল্লার গ্যালারি।



টিকিট ছাড়াই খেলা দেখা যাবে- ম্যাচ শুরুর আগে এমন খবর পেয়ে দর্শক ছুটে আসেন মাঠে। অল্প সময়ের ব্যবধানে গেটের সামনে হাজার-হাজার দর্শক উপস্থিত হওয়ায় তাদের নিয়ন্ত্রনে রাখতে বেগ পেতে হয় নিরাপত্তা কর্মীদের।

সোনারগাঁওয়ের কাঁচপুর থেকে আসা রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, টিকিটের ঝক্কি-ঝামেলার কারণে আন্তর্জাতিক ম্যাচ কখনোই দেখা হয়নি। ভাবলাম প্রস্ততি ম্যাচটা দেখে আসি। মাঠে এসে দেখছি হাজার হাজার দর্শক। আন্তর্জাতিক ম্যাচের মতোই মনে হচ্ছে। ’

বাংলাদেশের জার্সি গায়ে নারায়নগঞ্জের শিবু মার্কেট এলাকা থেকে এসেছেন মো: রায়হান নামের এক তরুণ। প্রস্তুতি ম্যাচের খেলা দেখতে আসা প্রসঙ্গে বললেন, ‘ক্রিকেট ভালো লাগে তাই এসেছি। ’

চাষাঢ়ার ব্যবসায়ী সাইফুল ইসলাম জানালেন, মূল সিরিজ শুরুর আগে এই ম্যাচটির গুরুত্ব আছে। মিরপুরে গিয়ে খেলা দেখা হবে না। তাই এই ম্যাচটি দেখতে আসলাম। ফতুল্লায় খেলা হলে সবসময় মাঠে আসি। টিকিট কাটা লাগলেও মাঠে আসতাম। ’

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।