ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবি একাদশের ৯ম উইকেটের পতন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
বিসিবি একাদশের ৯ম উইকেটের পতন ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: বিসিবি একাদশ তাদের ৯ম উইকেট হারিয়েছে। সাজঘরে ফিরেছেন মাহমুদুল হাসান, সোহাগ গাজী ও রাজ্জাক।

এর আগে এডি লি’র বলে বোল্ড হয়ে মোসাদ্দেক কোনো রানই করতে পারেন নি। আর ডেভিড ওয়াইসের বলে ফাফ ডু প্লেসিসের হাতে ধরা পড়ার আগে শুভাগত করেন ১৮ রান (১৯ বলে দুটি চার)।

বিসিবি একাদশ নয় উইকেট হারিয়ে ১৭ ওভার থেকে তুলেছে ৯৪ রান।

দুই ওপেনারকে হারিয়ে ইমরুল কায়েস আর সৈকত আলী দলকে টানছিলেন। তবে, এ দুই ব্যাটসম্যানই সাজঘরে ফিরেছেন। ফাঙ্গিসোর বলে সৈকত আর ডেভিড ওয়াইসের বলে ডেভিড মিলারের তালুবন্দি হয়ে ফেরেন ইমরুল কায়েস। ২৪ বলে ৩টি চারে ২৯ রান করেন ইমরুল।

এর আগে অষ্টম ওভারে অ্যারণ ফাঙ্গিসোর বলে বোল্ড হয়ে ফেরেন সৈকত আলী। আউট হওয়ার আগে ২১ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান করেন ৫ রান। বিসিবি’র দলপতির সঙ্গে ২৬ রানের জুটি গড়েন সৈকত।

প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিং করতে নেমে বিসিবি একাদশের ওপেনার এনামুল হক বিজয় ও রনি তালুকদার দ্রুতই সাজঘরে ফিরেছেন। কাইল অ্যাবোটের বলে বোল্ড হয়ে দুই ওপেনার আউট হন।

সফরকারী দ. আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিসিবি একাদশের অধিনায়ক ইমরুল কায়েস। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের হয়ে ব্যাটিংয়ের উদ্বোধন করতে মাঠে নামেন এনামুল হক বিজয় এবং রনি তালুকদার।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া বিসিবি একাদশের নেতৃত্ব দিচ্ছেন ইমরুল কায়েস।

প্রস্তুতি ম্যাচ শেষে রোববার (৫ জুলাই) মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলের মুখোমুখি হবে প্রোটিয়ারা। ৭ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এরপর পর্যায়ক্রমে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যচের টেস্ট সিরিজে টাইগারদের বিপক্ষে লড়বে প্রোটিয়ারা।

প্রস্তুতি ম্যাচের দল:
বিসিবি একাদশের স্কোয়াড: ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক, রনি তালুকদার, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান, সৈকত আলী, শুভাগত হোম চৌধুরী, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, আবুল হাসান, কামরুল ইসলাম রাব্বি।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, অ্যারণ ফাঙ্গিসো, ক্যাবিসো রাবাদা, এবি ডি ভিলিয়ার্স, রিলে রুশো, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাইল অ্যাবোট, ওয়েন পারনেল, ডেভিড ওয়াইস, এডি লি, বার্ন হেনরিকস।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৫
এমআর

** বিপর্যয়ে বিসিবি একাদশ
** ব্যাটিংয়ে নেমে বিজয়-রনির বিদায়
** ব্যাটিংয়ে নেমেছে বিসিবি একাদশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।