ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

পুলিশের হাতে গ্রেফতার মাতাল ফকনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
পুলিশের হাতে গ্রেফতার মাতাল ফকনার

ঢাকা: বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেমস ফকনার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। পরে অবশ্য জরিমানা গুনে জামিনে মুক্তি পান ফকনার।



অজি এ ক্রিকেটার ইংলিশ ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি লিগে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন। অবসরে তিনি অতিরিক্ত এলকোহল পান করে গাড়ি নিয়ে বের হন ম্যানচেস্টারের রাস্তায়। দায়িত্বরত ট্রাফিক পুলিশের সন্দেহ হলে ফকনারের রক্ত পরীক্ষা করেন ম্যানচেস্টার পুলিশ। তাতে অতিরিক্ত এলকোহল পাওয়া গেলে ফকনারকে গ্রেফতার করা হয়।

এ সময় ফকনারের গাড়িতে থাকা তাসমানিয়ান আরেক ক্রিকেটার টিম পেইনকেও মাতাল অবস্থায় পুলিশ গ্রেফতার করে।

এ প্রসঙ্গে ফকনার এক বিবৃতিতে জানান, আমি ক্ষমা চাচ্ছি আমার ভক্ত-সমর্থক আর দেশের মানুষের কাছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। অতিরিক্ত এলকোহল নিয়ে গাড়ি চালানো আমার বাজে সিদ্ধান্ত ছিল। ইংল্যান্ডের আইন অনুযায়ী আমাকে যে জরিমানা করা হবে, আমি তা দিতে বাধ্য থাকব।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।