ঢাকা: গত কয়েকটি সিরিজ ধরেই পাল্টে গেছে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমের চিত্র। ম্যাচ শেষে অনেকেই ক্রিকেটারদের ড্রেসিংরুমের আশেপাশে ঘোরাফেরা করেন।
বিসিবি’র সিকিউরিটির চোখের সামনেই ঘটে এসব কাণ্ড!
এবার এ বিষয় নিয়ে মুখ খুললেন বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, ‘সব কিছুরই একটা প্রটোকল থাকে। ড্রেসিংরুমে ঢুকতে আমাদেরও কিন্তু একটা কার্ড লাগে। বাইরের মানুষ যাতে ঢুকতে না পারে, সেটা সিকিউরিটির দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের নিশ্চিত করতে হবে। ’
মাশরাফি আরও যোগ করেন, গেল ভারত সিরিজে কিছু চিত্র দেখেছি। মাঠের ভেতর বাইরের মানুষ ঢুকে যাচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। এতে কিন্তু বিদেশি খেলোয়াড়রাও নিরাপত্তাহীনতায় ভোগেন। ’
রোববার (০৫ জুলাই) মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ। শনিবার দুপুরে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাশরাফি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (০২ জুলাই) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড এর বিজ্ঞাপনচিত্রে কাজ করার জন্য মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন শ’খানেক মানুষ। তাদের অনেকেই ড্রেসিংরুমে ঢুকে গাদাগাদি করে দাঁড়িয়ে-বসে-শুয়ে থাকেন। কেউবা টাইগার ক্রিকেটারদের ব্যাট-প্যাড ধরে টানাটানি করতে থাকেন। কেউ আবার সোফার উপর পা তুলে নোংরা করেন টাইগার ক্রিকেটারদের প্রিয় জায়গাটি!
বিসিবি’র নিরাপত্তা বিভাগের গাফিলতিতে শুটিং ইউনিটের বাইরের লোকজনও ঢুকে পড়েন ড্রেসিংরুমে।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৫
এসকে/এমআর
** টাইগারদের ড্রেসিংরুমে এ কি কাণ্ড!