ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ন্যাশনাল পলিমার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। শনিবার (০৪ জুলাই) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ট্রফি উন্মোচনে অংশ নেন বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক।



এসময় দুই দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ফাফ ডু প্লেসিস নিজেদের মধ্যে খুঁনসুটিতে মেতে ওঠেন।

রোববার (০৫ জুলাই) দুপুর একটায় মিরপুরে ট্রফির লড়াইয়ে নামবে দুই দল। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (০৭ জুলাই)।

টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে ও টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।