ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের ঘাম ঝড়ানো অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
প্রোটিয়াদের ঘাম ঝড়ানো অনুশীলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে শনিবার মিরপুরের একাডেমি মাঠে কঠোর অনুশীলন করেছেন ভিলিয়ার্স-মিলার-ডু প্লেসিসরা। একাডেমি মাঠে যাওয়ার আগে শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ার্ম-আপের পর ফিল্ডিং অনুশীলন করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

মধ্য মাঠে এ সময় বোলিং অনুশীলন করেন ক্রিস মরিস, ওয়েন পারনেল ও রাবাদা।
 
একাডেমি মাঠে তিনটি নেটে ব্যাটিং-বোলিং অনুশীলন করে অতিথী দলটি। ডি ভিলিয়ার্স-মিলার-ডি ককরা নেটে ঘাম ঝড়ান। দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে প্রোটিয়োদের অনুশীলন সেশন।  
 
আগামিকাল মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে দ.আফ্রিকা।
 
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।