ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের টি-টোয়েন্টি পরীক্ষা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
টাইগারদের টি-টোয়েন্টি পরীক্ষা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। সম্প্রতি ক্রিকেটের ওয়ানডে ফরমেটে দারুণ ফর্মে থাকা বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি ম্যাচে একইরূপে দেখতে চায় ভক্তরা।

যদিও ক্রিকেটের স্বল্পতম ওভারের এই ফরমেটে খুব বেশি অভ্যস্ত নয় টাইগার বাহিনী।

রোববার (০৫ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর একটায়।

টি-২০ যুদ্ধের প্রস্তুতি নিতে দু’দলই অনুশীলনও সেরেছে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বিসিবি একাডেমি মাঠে। ঘরের মাঠে পাকিস্তান ও ভারতের বিপক্ষে অবিস্মরণীয় সাফল্যের ধারাবাহিকতা দক্ষিণ আফ্রিকা সিরিজেও ভালো ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ।

তবে দক্ষিণ আফ্রিকাকে ফেভারিট মানছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, আমরা এই ফরম্যাটের ক্রিকেট খুব কম খেলি। টি-টোয়েন্টি সিরিজে দ. আফ্রিকাই ফেভারিট। কারণ ওদের বোলিং ও ফিল্ডিংয়ে ওরা অনেক ভালো। ম্যাচ জেতানোর মতো অনেক ব্যাটসম্যানও ওদের রয়েছে।

দ.আফ্রিকাকে মাশরাফির এমন মূল্যায়নের পেছনে রয়েছে অতীত পরিসংখ্যান। ২০০৭ বিশ্বকাপের জয়টিই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের একমাত্র সুখস্মৃতি। বাংলাদেশের মাটিতেও দক্ষিণ আফ্রিকা সবসময়ই সাবলীল।   দেশের মাটিতে ১০ ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার কাছে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ।

২০০৮ সালে মিরপুর টেস্টে ৫ উইকেটের হার বাদ দিলে বাকি সব ম্যাচে স্বাগতিকরা হেরেছে বাজেভাবে। এমনকি দুই দলের সবশেষ দেখাতেও কঠিন পরীক্ষা নিয়েছে প্রোটিয়ারা। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে মিরপুরে দক্ষিণ আফ্রিকার ২৮৪ রান তাড়ায় বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল মাত্র ৭৮ রানে।

পেছনের পরিসংখ্যান ব্র্যাকেটবন্দি করে রাখলে টি-টোয়েন্টি সিরিজে জয়ের সম্ভাবনা আছে বাংলাদেশের। মিরপুরে স্পিন সহায়ক উইকেটে প্রোটিয়া ব্যাটসম্যানদের জন্যও কঠিন হয়ে উঠতে পারে। উপমহাদেশের উইকেটে প্রোটিয়াদের স্পিনেই কাবু করতে হবে বাংলাদেশকে। এজন্য প্রস্তুত আছে সাকিব আল হাসান ছাড়াও জুবায়ের হোসেন, সোহাগ গাজী, আরাফাত সানির মতো স্পেশালিস্ট স্পিনাররা।

মাশরাফি জানিয়েছেন, উইকেট দেখেই সিদ্ধান্ত নেবেন একাদশে কারা থাকবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।

দ.আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক, র‍াইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডেভিড উইসিস, ওয়েন পারনেল/ক্রিস মরিস, কাইল অ্যাবট, ক্যাগিসো রাবাদা ও অ্যরন পাহানগিসো/এডি লিয়ে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এসকে/এমএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।