ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

স্বপরিবারে স্টেডিয়াম ভ্রমণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
স্বপরিবারে স্টেডিয়াম ভ্রমণ ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মাঠের ভেতর কেবলই শুরু বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি যুদ্ধ। ঠিক তখনই শের-ই-বাংলা স্টেডিয়ামের চার নম্বর গেটে গাড়ি থামিয়ে নামলেন খেলা দেখতে আসা ১০ সদস্যের এক পরিবার।

গাড়িয়ে থেকে নামতেই ট্যাটু আর পতাকা আঁকিইয়েদের ভীড় জমলো। গালে-কঁপালে বাংলাদেশের লাল-সবুজ পতাকা একেও নিলেন কয়েকজন।

সিমি, অমি, রিফাত, প্রজ্ঞাসহ সবাই সম্পর্কে ভাই-বোন। কেউ কারো খালাতো ভাই আবার কেউ কারো মামাতো ভাই। আর সবার মধ্যমনি হয়ে তরুণ-তরুণীর সঙ্গে আছেন বড় বোন শারমিন। রাজধানীর শান্তিনগর থেকে আসা পরিবারটি প্রথমবারের মতো স্টেডিয়ামে এসেছেন। শারমিন জানালেন, ‘স্টেডিয়ামে আগে কখনো আসিনি। আমরা একান্নবর্তী পরিবার। তাই দলবল নিয়েই আসতে হলো! খেলা তো দেখবই, স্টেডিয়ামটা দেখারও শখ ছিল। ’

বাংলাদেশের জার্সি গাঁয়ে জড়ানো রিফাত ম্যাচ প্রসঙ্গে বলেন, বাংলাদেশের জয় দেখতে মাঠে এসেছি। স্টেডিয়ামে বসে প্রথম ম্যাচে জয় নিয়েই বাসায় ফিরবো, ইনশাল্লাহ।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।