ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

কাটলো কি ভিলিয়ার্স-ভীতি?

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
কাটলো কি ভিলিয়ার্স-ভীতি? ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাম্প্রতিককালের সবচেয়ে ‘বিধ্বংসী’ ব্যাটসম্যান বলা হয় তাকে। কারিকুরি ব্যাটিং কারিশমায় তার এ ‘বিধ্বংসী’ রূপ মাঠে যতোটা দেখা যায়, তার সঙ্গে পাল্লা দিয়ে তাকে আরও ‘বিধ্বংসী’ রূপে পরিচয় করায় সংবাদমাধ্যম।



তার বন্দনা অব্যাহত থাকে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরে আসার শুরু থেকেই। এমনকি বাংলাদেশি সংবাদমাধ্যমেও তাকে নিয়ে ‘ভীতি’ ছড়ানো হতে থাকে। কিছু কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাকেই ‘প্রধান হুমকি’ বলে দেখানো হতে থাকে।

টি টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ‘সেই’ এবি ডি ভিলিয়ার্সকেই প্রথম ওভারে সাজঘরের পথ ধরালেন টাইগার ঘূর্ণি জাদুকর আরাফাত সানি। ‘আতঙ্কের প্রতিমূর্তি’ ভিলিয়ার্স ছয় বল খেলে ব্যাট-প্যাড গুছিয়েছেন মাত্র ২ রানে মাশরাফি বিন মর্তুজার হাতে ক্যাচ দিয়ে।

প্রথম ম্যাচে প্রোটিয়া ড্যাশিং ব্যাটসম্যানের উইকেটটি এভাবে শিকারের পর- দু’ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আর দু’ম্যাচের  টেস্ট সিরিজ খেলতে আসা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে কি এখন আর সেই ভিলিয়ার্স-ভীতি থাকবে টাইগারদের?

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।