মিরপুর থেকে: দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের কন্ডিশন একেবারেই বিপরীত। ওখানে শীত আর এখানে গরম।
টাইগারদের পরিকল্পনা সফল হলো না প্রথম ম্যাচে। টি-টোয়েন্টি ম্যাচে ৫২ রানে বাংলাদেশকে হারিয়ে পার্থক্যটা বুঝিয়ে দিল প্রোটিয়ারা। ডু প্লেসির দলের দেওয়া ১৪৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ অলআউট হয় মাত্র ৯৬ রানে। স্বাগতিকদের সহজে হারানোর পেছনে সফরকারী দলটির উইকেট নিয়ে পর্যালোচনা করাও ছিল একটি কারণ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রোটিয়া ব্যাটসম্যান রিলে রুশো জানালেন, ‘আমরা জানতাম মিরপুরে ১৫০ এর কাছাকাছি রান খুব ভালো স্কোর। পরিসংখ্যান ঘেটে দেখেছি এই স্কোরটা এখানে ফাইটিং হবে। শুরুতে আমরা চাপে পড়লেও ঘাবড়ে যাইনি। ব্যাটসম্যানরা উইকেট রিড করে খেলেছে। ’
প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে মাটিতেই পাঁ রাখছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে এখনও সমীহ করছে সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টিতে ২১ বলে ৩১ রান করা রুশো বলেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। বিশেষ করে হোম কন্ডিশনে। পরের ম্যাচটাতেও আমরা গুরুত্ব দিয়েই খেলব। ’
মঙ্গলবার (৭ জুলাই) একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এসকে/আরএম