মিরপুর থেকে: প্রায় ১০ মাস পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন অফস্পিনার সোহাগ গাজী। আইসিসি’র নিষেধাজ্ঞা কাটিয়ে বোলিং অ্যাকশন বদলে ফিরতে হয়েছে তাকে।
সোহাগ গাজীর বোলিং সম্পর্কে ম্যাচ শেষে মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘নতুন অ্যাকশনে খারাপ করেনি সোহাগ গাজী। অ্যাকশন বদলে এতদিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলা ওর জন্য কঠিনই ছিল। তাছাড়া সাদা বলে অনুশীলন করারও তেমন সুযোগ পায়নি। দলের সঙ্গে থাকতে থাকতে সে নিজেকে মানিয়ে নেবে। ’
বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে গত বছরের অক্টোবরে সোহাগ গাজীকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ বছরের জানুয়ারিতে তিনি বোলিং অ্যাকশন পরীক্ষা দেন। এরপর যাচাই-বাছাইয়ের পর ফেব্রুয়ারিতে গাজীকে আন্তর্জাতিক ম্যাচে বোলিং করার অনুমতি দেয় আইসিসি।
নিষেধাজ্ঞা কেটে যাওয়ার চার মাস পর জাতীয় দলে ফিরলেন এই স্পিনার। হঠাৎ করেই বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পান গাজী।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এসকে/আরএম