ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ যুবাদের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ যুবাদের দাপুটে জয় ছবি: সংগৃহীত

ঢাকা: মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, প্রোটিয়াদের মাটিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই আট উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।



গত এপ্রিলে বাংলাদেশ সফরে এসে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ৬-১ ব্যবধানে হার মানে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। এবার তাদের মাটিতেও জয়রথ অব্যাহত রেখেছে বাংলাদেশের যুবারা।

ডারবানে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৮৪ রান করে স্বাগতিকরা।

সহজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই ১৩৫ রান তোলেন জয়রাজ শেখ (৫০) ও পিনাক ঘোষ (৬০)। এ দু’জনের বিদায়ের পর নাজমুল হাসান শান্ত ২৩ ও দলপতি মিরাজ ১৫ রানে অপরাজিত থেকে ৩২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন।

প্রোটিয়া যুবাদের হয়ে জয়রাজকে ডায়ান গ্যালিয়েম ও পিনাকের উইকেটটি তুলে নেন ডিন ফক্সক্রফ্ট।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে হালিম-মিরাজদের বোলিং তোপে নিয়মিত বিরতীতে উইকেট হারায় প্রোটিয়ারা। ১০৭ রানের মধ্যেই তাদের ছয় ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত পুরো পঞ্চাশ ওভার ব্যাট করতে পারলেও তাদের রানের চাকাটা খুব বেশিদূর এগোয়নি। সর্বোচ্চ ৬২ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান উইয়ান মুল্ডার।

বাংলাদেশের হয়ে আব্দুল হালিম তিনটি ও মেহেদী দুটি উইকেট লাভ করেন। এছাড়াও একটি করে উইকেট নেন মেহেদী হাসান রানা, সালেহ আহমেদ ও মোসাম্বেক হোসেন।

০৭ জুলাই (মঙ্গলবার) দু’দলের মধ্যকার সাত ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই দিনে মিরপুর স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর মিশনে নামবেন মাশরাফি-সাকিবরা। দু’টি ম্যাচই শুরু হবে দুপুর ১টায়।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।