ঢাকা: বরাবরই বিরাট কোহলির ব্যাটিংয়ের প্রশংসা করে আসছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। এবার ভারতের টেস্ট অধিনায়কের নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেছেন।
সংবাদমাধ্যম পিটিআই’কে দেওয়া সাক্ষাৎকারে ভিভ বলেন, ‘আমি কোহলির আচরণে কোনো ভুল দেখছি না। সে মহেন্দ্র সিং ধোনির থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। আমার বিশ্বাস, মাঠে দক্ষতা ও আক্রমণাত্মক মনোভাব ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। কোহলির মধ্যে এই গুণটা রয়েছে। ’
ক্যারিবীয় কিংবদন্তি ব্যাটসম্যান আরও বলেন, ‘কোহলি নিঃসন্দেহে একজন প্রতিভাবান ক্রিকেটার। সে যে কিংবদন্তিদের কাতারে যাচ্ছে সে ব্যাপারে আমার মধ্যে কোনো দ্বিধা নেই। তার কাছ থেকে সেরাটা পাওয়া সম্ভব। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, শেষ পর্যন্ত লড়ার ক্ষেত্রে কোহলি অন্যতম। ’
দুবারের বিশ্বকাপজয়ী উল্লেখ করেন, ‘কোহলির হাতে ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি। সে এখনো খুবই তরুণ। বয়ষ মাত্র ২৬। প্রতিনিয়তই উন্নতি করছে। আন্তর্জাতিক ক্রিকেটে সব সময়ই কিছু সমস্যা থাকে। ক্যারিয়ারে বাজে সময় যায়। তবে এ থেকে উত্তরণে নিজের মধ্যে ইতিবাচক মনোভাব ও জিদ থাকা প্রয়োজন। ’
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
আরএম