ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

টাস্কফোর্সকে পাকিস্তানে ডাকলেন শাহরিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
টাস্কফোর্সকে পাকিস্তানে ডাকলেন শাহরিয়ার শাহরিয়ার খান/ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি’র টাস্কফোর্সকে পাকিস্তান সফরে যেতে অনুরোধ করেছেন। সেখানকার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আইসিসি’র কাছে রিপোর্ট করার অনুরোধ করেন তিনি।



২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর কোনো দেশ পাকিস্তান সফরে যায়নি। অবশেষে অনেক জল ঘোলা করে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে পাকিস্তানের মাটিতে খেলার আমন্ত্রণ জানায় পিসিবি। এরপর লম্বা বিরতি দিয়ে সীমিত ওভারের ম্যাচ খেলতে পাকিস্তান সফর করে জিম্বাবুয়ে।

দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করতে আবারো উঠেপড়ে লেগেছে পিসিবি। আর তারই ধারাবাহিকতায় আইসিসিকে টাস্কফোর্স পাঠানোর আহ্বান জানিয়েছেন পিসিবি প্রধান।

বারবাডোসে আইসিসি’র নির্বাহী বোর্ডের সভায় শাহরিয়ার খান জানান, পাকিস্তানে ক্রিকেট ফেরাতে টাস্কফোর্স আমাদের বেশ কিছু পরামর্শ দিয়েছিল। আমরা তার সবই বাস্তবায়নের চেষ্টা করেছি। কিন্তু, টাস্কফোর্স আমাদের বাস্তবায়িত কাজগুলোর কোনো মূল্যায়ন করেনি। তারা তাদের তৈরি প্রতিবেদনে পজেটিভ কিছু জানায়নি।

তাই আবারো আইসিসি’র টাস্কফোর্সের সদস্যদের পাকিস্তান সফরে যেতে অনুরোধ জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ০৬ জুলাই ২০১৫
এমআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।