ঢাকা: আসন্ন জিম্বাবুয়ে সফরে ভারতীয় দল থেকে বাদ পড়লেন করন শর্মা। বাঁহাতের আঙ্গুলে চিড় ধরায় দল থেকে ছিটকে পড়তে হলো এ লেগ স্পিনারকে।
করন সর্বশেষ গত নভেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ও শেষেরটি খেলেছিলেন। দুই ম্যাচে ১৯ ওভারে কোন উইকেট না পেয়ে ১২৫ রান দিয়েছিলেন। তবে আগামী সফরে তার অনুপস্থিতিতে ভারতীয় দল হরভজন সিং ও আকসার প্যাটেলকে স্পিনার হিসেবে পাবে।
তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে ০৭ জুলাই হারারে পৌঁছাবে ভারতীয় ক্রিকেট দল। দু’দল ১০, ১২ ও ১৪ জুলাই ওডিআই সিরিজ খেলে ১৭ ও ১৯ জুলাই দুটি টি-২০ ম্যাচ খেলবে।
জিম্বাবুয়ে সিরিজে ভারতীয় দ্বিতীয় সারির এ দলের নেতৃত্ব দিবেন আজিঙ্কা রাহানে। মূল দলের ক্রিকেটারদের মধ্যে এ সিরিজে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান ও উমেশ যাদব নেই।
সংশোধিত ভারতীয় দল: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), মুরালি বিজয়, আম্বাতি রাইডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, রবিন উথাপ্পা, মনিশ পান্ডে, হরভজন সিং, আকসার প্যাটেল, ধাওয়াল কুলকার্নি, স্টুয়ার্ট বিনি, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা ও সন্দীপ শর্মা।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এমএমএস