ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজে সমতা আনতে প্রস্তুত টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
সিরিজে সমতা আনতে প্রস্তুত টাইগাররা

ঢাকা: সম্প্রতি দারুণ পারফমরম্যান্স করা বাংলাদেশ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫২ রানের বড় ব্যবধানে হেরেছে। তবে প্রথম ম্যাচ থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা।



মঙ্গলবার (০৭ জুলাই) মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে নামছে দু’দল। দুপুর একটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রথম ম্যাচের আগে ব্যাটিং করা প্রোটিয়ারা খারাপ শুরু করলেও অধিনায়ক ফাফ ডু প্লেসিসের অসাধারণ ব্যাটিংয়ে ভালো পুঁজি পায় সফরকারীরা। অন্যদিকে স্বাগতিক বোলাররা দারুণ বল করলেও প্লেসিসের সঙ্গে রিলে রুশো দারুণ ব্যাটিং করে ইনিংস শেষ করেন।

এদিকে প্রথম টি-টোয়েন্টিতে টাইগার ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও সাকিব আল-হাসানরা নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারেননি। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে জ্বলে উঠতে পারেন টাইগার এ তারকারা। কিন্তু এ পর্যায়ে তাদের দ.আফ্রিকান পেসারেদের সঙ্গে স্পিনার অ্যারন ফাঙ্গিসো ও জেপি ডুমিনিকে সামলাতে হবে।

প্রথম ম্যাচে হারের পর টাইগার অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘ভালো সুযোগ থাকার পরও আমরা প্রথম ম্যাচ হেরেছি। তবে আমি আশাকরি পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে। ’

শেষ ম্যাচে বাংলাদেশের হয়ে বোলিংয়ে আলো ছড়াতে পারেন আরাফাত সানি। প্রথম ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা এবি ডি ভিলিয়ার্স ও ডুমিনিকে উইকেটের ফাঁদে ফেলেন এ বাঁহাতি স্পিনার। আর সফরকারীদের দলে তরুণ কেগিয়াসো রাবাদা আবারো জ্বলে উঠতে পারেন।

এদিকে প্রথম খেলায় স্বাগতিক স্পিনার সোহাগ গাজী তার ফিরে আসার ম্যাচে সুবিধে করতে না পারায় শেষ টি-টোয়েন্টিতে দেখা যেতে পারে লেগ স্পিনার জুবায়ের হোসেনকে। আর প্রোটিয়া দলে হেনড্রিকস, ক্রিস মরিস ও এডি লি প্রথম ম্যাচে সাইড বেঞ্চে থাকলেও, এ ম্যাচে অভিষেক হতে পারে লেগ স্পিনার লি’র।

দু’দলের সম্ভাব্য স্কোয়াড

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, লিটন দাস, সোহাগ গাজী/জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি ও মুস্তাফিজুর রহমান।

দ.আফ্রিকা: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, রিলে রুশো, ডেভিড উইসিস, ওয়েন পারনেল, কাইল অ্যাবট, কেগিয়াসো রাবাদা ও অ্যারন ফাঙ্গিসো।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।