ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

‘কাজটা শখ থেকেই করি’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
‘কাজটা শখ থেকেই করি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা হলেই মাঠের বাইরে ঘুরে বেড়ায় রঙের প্লেট, তুলি হাতে এক দল তরুণ। তাদের মধ্যে একজন ফেস পোস্টার আঁকিইয়ে শাহ মিরাজ।

অন্যদের থেকে তিনি একটু আলাদাই! নিতান্তই শখের বসে তার এই কাজ করা।

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মিরাজ ব্র্যান্ড প্রমোটর হিসেবে কাজ করছেন এখানেইডটকম-এ। তারপরও ঠিকঠাক সব ম্যানেজ করে বাংলাদেশের খেলা হলেই ছুটে আসেন ‍মিরপুরে। ঘুরে বেড়ান স্টেডিয়ামের গেটগুলোতে। রং-তুলির আঁচড়ে দর্শকের গালে-হাতে একে দেন লাল-সবুজ পতাকা।

এর মধ্যে মিরাজের একটি ইউনিক কাজও আছে। গালের একপাশে বাঘ, অন্যপাশে বাংলাদেশের পতাকা। নিজের মুখের অবয়বটা সিরিজ চলাকালীন বাঘ-পতাকায় ঢাকা থাকে। অনেকটা গর্ব নিয়েই এই আকিইয়ে বাংলানিউজকে বলেন, ‘এটা আমিই প্রথম শুরু করি। একপাশে বাঘ, অন্যপাশে বাংলাদেশের পতাকা। এই অংকনের থিম হলো, বাঘ মানে ক্রিকেটাররা আর পতাকা হচ্ছে সমগ্র বাংলাদেশ। ’

কেমন উপভোগ করেন কাজটা করতে-এমন প্রশ্নের জবাবে কিছুটা অতীত টেনে আনেন মিরাজ, ‘সিটি ক্লাবে ক্রিকেটে খেলতাম। ক্রিকেটের প্রতি ভালোবাসা তো ছোটবেলা থেকেই ছিল। চারুকলায় এক বন্ধু পড়ত। ২০১০ সালে ওই আমাকে কাজটা শেখায়। এটা নিয়ে ৮টা সিরিজে মিরপুরে কাটালাম। শখ থেকেই কাজটা করি। খুব এনজয় করি। ভালো লাগে। ’

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।