ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

রেকর্ড গড়ে পাকিস্তানের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
রেকর্ড গড়ে পাকিস্তানের সিরিজ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইউনিস খানের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। পাল্লেকেলেতে ৩৭৭ রান তাড়া করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

লঙ্কানদের মাটিতে ২০০৬ সালের পর এবারই প্রথম টেস্ট সিরিজ জিতল মিসবাহ-ইউনিসরা।

স্কোর: শ্রীলঙ্কা – ২৭৮ ও ৩১৩
পাকিস্তান – ২১৫ ও ৩৮২/৩

বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে এটিই পাকিস্তানের সেরা জয়। এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।   আর টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের লক্ষ্যে নেমে জয়ের পরিসংখ্যানে এটি ষষ্ঠ স্থানে রয়েছে। তিন ম্যাচের টেস্ট সিরিজটি ২-১ এ জিতে টেস্ট র‌্যাংকিংয়ে ১০১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে পাকিস্তান।

চতুর্থ দিনের করা দুই উইকেটে ২৩০ রান নিয়ে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শেষ দিনে জয় থেকে ১৪৭ রান দূরে ছিল সফরকারীরা। ওপেনার শান মাসুদের সঙ্গে রেকর্ড ২৪২ রানের পার্টনারশিপ গড়েন ইউনিস। টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে পাকিস্তানের এটি সর্বোচ্চ রানের জুটি।

মাসুদ ব্যক্তিগত ১২৫ রানে ফিরে গেলেও ১৭১ রানে অপরাজিত থাকেন ইউনিস। পঞ্চম উইকেটে ব্যাটিংয়ে নেমে ৫৯ রানে অপরাজিত থেকে ইউনিসকে সঙ্গ দেন অধিনায়ক মিসবাহ উল হক। এ দু’জন অবিচ্ছিন্ন ১২৭ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন।

লঙ্কানদের হয়ে ধাম্মিকা প্রসাদ, সুরাঙ্গা লাকমাল ও থারিন্ডু কুশাল একটি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হন উইনিস। আর সিরিজ সেরার পুরস্কার উঠে ইয়াসির শাহর হাতে। এই পাক লেগ স্পিনার তিন টেস্ট মিলে ২৪টি উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।