ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

জুটি গড়ে ওঠা গুরুত্বপূর্ণ ছিল: মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
জুটি গড়ে ওঠা গুরুত্বপূর্ণ ছিল: মাশরাফি ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি টাইগাররা। প্রথম ম্যাচে ৫২ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ৩১ রানে হেরেছে স্বাগতিকরা।

স্বভাবতই হতাশ বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হারের কারণ এক কথায় জানালেন মাশরাফি, উইকেটের টার্ন, লো-কনফিডেন্স, বড় টার্গেট। সেই সঙ্গে সিদ্ধান্ত নেওয়াটা ভালো হয়নি। আজও জুটি গড়ে ওঠা গুরুত্বপূর্ণ ছিল। পার্টনারশিপ হলে শেষ ৫ ওভারে ৬০ রান দরকার হলেও সেটা নেওয়া সম্ভব হত।

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ফিল্ডিং ভালো হয়নি বাংলাদেশের। সেই সঙ্গে ১৪টি অতিরিক্ত রান দিয়েছে বোলার-ফিল্ডাররা। তাইতো মাশরাফি মনে করেন দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে ফিল্ডিংও, ‘আমাদের ফিল্ডিং বাজে হয়েছে। ওভার থ্রো থেকে আমরা অনেক গুলো রান দিয়েছি। এই লেভেলে খেললে প্রতিপক্ষের শক্তির সঙ্গে সমন্বয় করেই খেলতে হবে। ’

দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৭০ রানের বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে চার বল বাকি থাকতে ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে তামিম ইকবাল ও সৌম্য সরকার ওপেনিং জুটিতে ৪৬ রান তুলে ফেললেও শেষ পর্যন্ত ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি স্বাগতিকরা।

ম্যাচ শেষে হতাশ মাশরাফি বলেন,  ‘আমরা জানি, পুরো জাতি হতাশ হয়েছে-আমরা ভালো করতে পারিনি। পুরো টিমের মতো আমিও হতাশ। হেরেছি বলে সব শেষ হয়ে যায়নি। এটা আমাদের জন্য একটি ভালো শিক্ষা। আমি মনে করি না ওদের থেকে আমরা অনেক দূরে আছি। পরিশ্রম আর চেষ্টা দিয়ে সবাই এক থেকে চেষ্টা করে গেলে সামনে ভালো করা সম্ভব। এই ফরম্যাটে উন্নতি করার অনেক জায়গা আছে। ’

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ০৭ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।