মিরপুর থেকে: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে (২-০) নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে ৫২ রানের জয়ের পর মঙ্গলবার (০৭ জুলাই) দ্বিতীয় ম্যাচটি ৩১ রানে জেতে প্রোটিয়ারা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘আমরা ভালো খেলে জিতেছি। গত ম্যাচের তুলনায় বাংলাদেশ আজ ভালো ব্যাটিং করেছে। কিন্তু আমাদের ক্রিকেটাররা অসাধারণ নৈপুন্য দেখিয়েছে। এমন কঠিন কন্ডিশনেও তারা অদম্য ক্রিকেট খেলেছে। ’
ভালো পারফরম্যান্সের পেছনে আইপিএলে খেলার অভিজ্ঞতা কাজে লেগেছে বলে জানান প্লেসিস, ‘আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএল খেলে। আইপিএলে তারা ধারাবাহিকও। আমি বাংলাদেশে এসেই বলেছিলাম ওই অভিজ্ঞতা এখানকার কন্ডিশনে কাজে দেবে। ’
১৭০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত স্পিনার এডি লি’র ঘূর্নিতে ১৩৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিক দল। সংবাদ সম্মেলনে তাই এল এই স্পিনারের প্রসঙ্গও।
ডু প্লেসিস বলেন, আমি লি’র মাঝে খুব সুন্দর ভবিষ্যত দেখতে পাচ্ছি। অভিষেক ম্যাচে সে তিন উইকেট নিয়েছে-যা দলের জয়ে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে। ’
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ০৭ জুলাই ২০১৫
এসকে/এমআর