ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বলের আঘাতে ক্লাব ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
বলের আঘাতে ক্লাব ক্রিকেটারের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: বুকে বলের আঘাত পেয়ে মৃত্যু হলো বাভালান পাথমানাথান নামের ২৪ বছর বয়সী এক ক্লাব ক্রিকেটারের। রোববার (০৫ জুলাই) ইংল্যান্ডের সারের ব্রিটিশ তামিল লিগ খেলায় এমন অপমৃত্যু হয় পাথমানাথানের।

বুকে আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্স করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

পাথমানাথানের মৃত্যু সম্পর্কে সাউথ ইস্ট কোস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র বলেন, ‘আমরা আচমকা শুনতে পাই ক্রিকেট বলের আঘাতে এক ক্রিকেটার আহত হয়েছ্নে। আমরা দ্রুতই একটি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেই। আর খুব খারাপ অবস্থায় আমরা তাকে কিংস্টন হাসপাতালে নিয়ে যাই। ’

পাথমানাথান মানিপে পারিশ স্পোর্টস ক্লাবের হয়ে খেলতেন। সেই মুখপাত্রটি জানান, তার কম বয়সে মৃত্যু একটি ব্যাপক খারাপ সংবাদ।

এদিকে সারে প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, ‘বাভালানের মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। ’

এর আগে গত বছর নভেম্বরে ক্রিকেট বিশ্বে সবচেয়ে বড় শোকের ছায়া নেমে এসেছিল। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউজ ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়ে মাথায় বলের আঘাত পেয়ে নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।