ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ম্যাচেও প্রোটিয়াদের হারাল টাইগার যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
দ্বিতীয় ম্যাচেও প্রোটিয়াদের হারাল টাইগার যুবারা ছবি : সংগৃহীত

ঢাকা: সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি সিরিজ হারের দিনে ডারবানে প্রোটিয়া যুবাদের দ্বিতীয় ওয়ানডেতে ২৯ রানে হারিয়েছে টাইগার যুবারা (অনূর্ধ্ব-১৯ দল)। সাত ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০’তে এগিয়ে গেল মেহেদী হাসান মিরাজের দল।



ডারবানের এ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। নির্ধারিত ৩০ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। দলকে সামনে থেকে নেতৃত্ব দেন দলপতি মিরাজ। ৫০ বলে ৮টি চারের সাহায্যে ৫৭ রান করেন মিরাজ।

এছাড়া দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান ৩০ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। ২৯ রান করেন তিন নম্বরে নামা সাইফ হাসান। অতিরিক্ত খাত থেকে আসে আরও ১৯ রান।

১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ. আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১২৮ রান।

প্রোটিয়া যুবাদের হয়ে সর্বোচ্চ রান আসে ইব্রাহিমের ব্যাট থেকে। ৩৪ বলে ৩৯ রান করে মিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। এছাড়া মুলদার ২৫, দলপতি ভেরেয়ন্নি ১০, ফক্সক্রফট ১০ ও উইথইড অপরাজিত ১৪ রান করেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলিং তোপে আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি।

টাইগার যুবাদের হয়ে তিনটি করে উইকেট নেন মিরাজ ও মোসাব্বেক। মিরাজ ৬ ওভারে ৩৩ রান খরচ করলেও ৫ ওভারে মাত্র ১৯ রান খরচে নেন তিনটি উইকেট। এছাড়া ৬ ওভার বল করে মাত্র ১৩ রান খরচায় রিফাত নেন আরও দু’টি উইকেট।

ম্যাচ সেরা হয়েছেন টাইগার যুবাদের দলপতি মিরাজ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ০৭ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।