ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ঐতিহ্যবাহী অ্যাশেজে মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
ঐতিহ্যবাহী অ্যাশেজে মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিকেটর ইতিহাসের সবচেয়ে পুরোনো লড়াই অ্যাশেজ সিরিজ। একদিকে সিরিজটি যেমন ঐতিহ্যের তেমনি অপরদিকে আত্মমর্যাদারও।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাঝে এ সিরিজটি দু’দেশের ক্রিকেটীয় লড়াইয়ের বড় একটি প্রতীক।

এবারের এ সিরিজে ইংল্যান্ডের সম্মান ফিরিয়ে আনাটাই দলটির বড় লক্ষ্য। কারণ সর্বশেষ ২০১৩-১৪ অ্যাশেজে ঘরের মাঠে অজিরা ৫-০ ব্যবধানে ইংলিশদের হোয়াইটওয়াশ করেছিল। তবে এবারে স্বাগতিক হিসেবে ইংলিশরা বেশ আট-ঘাট বেধেই অজিদের আটকাতে মাঠে নামছে।

গত সিরিজের ছয়জন ক্রিকেটার এবারের রয়েছেন ইংলিশদের দলে। অন্যদিকে স্বাগতিকদের থেকে দু’জন বেশি রয়েছেন অজি স্কোয়াডে। এদিকে সুখস্মৃতি ইংলিশদেরও আছে। গতবারের আগে টানা তিনবার তারা অ্যাশেজ ট্রফি ঘরে তুলেছিল। আর ২০০৫ অ্যাশেজ জয়টি ছিল দলটির সবচেয়ে বড় অনুপ্রেরণা।

বুধবার (০৮ জুলাই) কার্ডিফের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দু’দলের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। আর ঐতিহ্যবাহী এ লড়াইয়ে নামার আগে দু’দলের অধিনায়ক অ্যালিস্টার কুকু(ইংল্যান্ড) ও মাইকেল ক্লার্ক(অস্ট্রেলিয়া) নিজ নিজ দলের জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী।

ইংল্যান্ড: অ্যালিস্টার কুক(অধিনায়ক), অ্যাডাম লিথ, গ্যারি ব্যালেন্স, ইয়ান বেল, জো রুট, বেন স্টোকস, জস বাটলার(উইকেটরক্ষক), মইন আলী, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড ও জেমস অ্যান্ডারসন।

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, ক্রিস রজার্স, স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যাডাম ভোজেস, শেন ওয়াটসন, ব্র্যাড হ্যাডিন (উইকেটরক্ষক), মিচেল জনসন, মিচেল স্টার্ক, জস হ্যাজলউড ও নাথান লিয়ন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।