ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে সিরিজ কঠিন হবে: ম্যাকলারেন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
ওয়ানডে সিরিজ কঠিন হবে: ম্যাকলারেন ছবি: শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তেমন প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। প্রোটিয়াদের কাছে প্রথম ম্যাচে ৫২ রানের পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরেছে ৩১ রানের ব্যবধানে।

তারপরও অতিথি দলের অলরাউন্ডার রায়ান ম্যাকলারেন মনে করছেন, ওয়ানডে সিরিজটা তাদের জন্য খুব কঠিন হবে।

তার কারণ হিসেবে ম্যাকলারেন উল্লেখ করেন, ‘আমি মনে করি ওয়ানডের উইকেট এমন থাকবে না; একেবারেই আলাদা হবে।   তাছাড়া বাংলাদেশের কন্ডিশনে আমাদের মানিয়ে নিতে হবে। বাংলাদেশ কিন্তু ভারতের বিপক্ষে শেষ সিরিজে জিতেছে। মানসিকভাবে তারা অনেক উপরে আছে। ’

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসা ম্যাকলারেন আরো যোগ করেন, ‘প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে এখানে এলাম। আমি খুবই উত্তেজিত। আমাদের দলে অনেক নতুন ক্রিকেটার এসেছে-যাদের ওয়ানডে সিরিজে ভালো করার সুযোগ আছে। ’

ওয়ানডে স্কোয়াডে যোগ দিতে সোমবার (০৬ জুলাই) ঢাকায় আসেন  দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের পাঁচ ক্রিকেটার (রায়ান ম্যাকলারেন, হাশিম আমলা, মরনে মরকেল, ইমরান তাহির ও ফারহান বেহারদিন)। মিরপুরে বুধবার দুপুরে দলের সঙ্গে অনুশীলনে অংশ নেন তারা।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।