ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের পারফরম্যান্সে তৃপ্ত ইনজামাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
পাকিস্তানের পারফরম্যান্সে তৃপ্ত ইনজামাম সংগৃহীত

ঢাকা: শ্রীল‌ঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় পাকিস্তান ক্রিকেট দলের ভূয়সী প্রশংসা করেছেন ইনজামাম উল হক। পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ছিল পাকিস্তানের জন্য রেকর্ডময়।



ইউনিস খানের ১৭১ রানের অসাধারণ ইনিংসের কল্যাণে সাত উইকেট হাতে রেখেই ৩৭৭ রানের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। নিজেদের টেস্টে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে পাকিস্তান। এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।   আর টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের লক্ষ্যে নেমে জয়ের পরিসংখ্যানে এটি ষষ্ঠ স্থানে রয়েছে।

এছাড়াও ওপেনার শান মাসুদের সঙ্গে রেকর্ড ২৪২ রানের পার্টনারশিপ গড়েন ইউনিস। চতুর্থ ইনিংসে পাকিস্তানের এটি সর্বোচ্চ রানের জুটি। তিন ম্যাচের টেস্ট সিরিজটি ২-১ এ জিতে টেস্ট র‌্যাংকিংয়ে ১০১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে আসে পাকিস্তান।

এক সাক্ষাৎকারে ইনজামাম বলেন, ‘এই সিরিজ জয়টি আমাদের জন্য ঐতিহাসিক হয়ে থাকবে। কারণ, পাকিস্তান দল বর্তমানে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু, দলের খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিয়ে সাফল্য ছিনিয়ে নেয়। সিরিজ নির্ধারণী শেষ টেস্টে ইউনিস ও মাসুদের ব্যাটিং ছিল অসাধারণ। আমার তো মনে হয়, পাকিস্তান দল যে এমন পারফরম্যান্স করবে তা অনেকে আশাই করেনি। ’

সাবেক পাক অধিনায়ক আরও বলেন, ‘শেষ টেস্টে পাকিস্তানের পারফরম্যান্স ছিল নজরকাড়া। তাদের মধ্যে লড়াই করার মানসিকতা ছিল। যার কারণে প্রথম ইনিংসে ২১৫ রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। কিন্তু, ছন্দে থাকা লঙ্কানদের বিপক্ষে এটি মোটেই সহজ ছিল না। টেস্টে সাড়ে তিনশ থেকে চারশ রান তাড়া করে জেতা সম্ভব এই বিশ্বাসটা তাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। অাশা করছি, এই সিরিজ থেকে পাওয়া আত্মবিশ্বাসটা পাকিস্তান দল ভবিষ্যতে কাজে লাগাবে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।