ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সিরিজের পরে হলে ভালো হতো’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
‘সিরিজের পরে হলে ভালো হতো’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন সময়ে দ্বিতীয়বারের মতো জাতীয় ক্রিকেট দলের স্পন্সর প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড এর বিজ্ঞাপন চিত্রে অংশ নিতে হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা অবধি মিরপুরের একাডেমি মাঠে আলাদাভাবে শুটিংয়ে অংশ নেন তামিম-সাকিব-মাশরাফিরা।



বিজ্ঞাপনে অংশ নেওয়া বিষয়ে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল বলেন, ‘সিরিজের পরে হলে অবশ্যই ভাল হতো। বোর্ড থেকে যদি আমাদেরকে বলা হয় করতে, আমি নিশ্চিত বোর্ড আমাদের নিয়ে ভালো কিছুই চিন্তা করে। ওনারা যদি কোনো কিছু করতে বলে সেটাতো আমরা না করতে পারবো না। বাংলাদেশের কোনো কোম্পানি এই প্রথম এত বড় স্পন্সরশিপ করছে। ওদের একটা দাবি থাকে। এটা আসলে ব্যালেন্স করে নিতে হয় সব কিছু। ’

তামিম আরো যোগ করেন, ‘যেহুতু আজকে অনুশীলনে ব্যাঘাত ঘটছে না সেক্ষেত্রে সবকিছু ঠিক আছে। শুনতে লাগে এখানে শুটিং হচ্ছে, আসলে ২৫ মিনিটের উপর আমরা কেউই কাজ করিনি। ’
 
উল্লেখ্য,গত ২ জুলাই মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের সকল ক্রিকেটারদের অংশগ্রহণে সকাল থেকে দুপুর অবধি বিজ্ঞাপনটির চিত্র ধারণ করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে পুরো কাজ সম্পন্ন করতে পারেনি বিজ্ঞাপন নির্মান প্রতিষ্ঠানটি। তাই বুধবার আবার বিজ্ঞাপনের শুটিং চলে মিরপুরের একাডেমি মাঠে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।